প্রস্তাবনা

অর্গানোগ্রামে উল্লেখিত জনবল, যানবাহন ও অর্থ বরাদ্দ করণের যাবতীয় কার্যক্রম গ্রহণের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রস্তাবিত কর অঞ্চলের দুটি অংশ রয়েছে। একটি অংশে কাঠামোগত পুনর্গঠন, পুনর্বিন্যাস ও সংস্কার। দ্বিতীয় অংশে একটি পুর্নাঙ্গ Project Paper তৈরীর মাধ্যমে ডিজিটালাইজেশন। কাঠামো পুনর্গঠন সংক্রান্ত একটি Organogram প্রস্তুত করা হয়েছে। এই Organogram এ দেশের ০৮(আট) টি বিভাগে অফিস স্থাপনের কথা বলা হয়েছে এবং এইক্ষেত্রে জনবলের পরিমান ১১৭৪ জন এবং প্রয়োজনীয় যানবাহন ও যন্ত্রপাতি, অফিস সরাঞ্জামাদি ইত্যাদি উল্লেখ রয়েছে। অপর অংশে অথার্ৎ Digitalized Organogram এ জনবল সংখ্যা ২০৪ জন উল্লেখ করা হয়েছে। তাছাড়া এই অংশে অফিস সরাঞ্জামাদি, যানবাহন, যন্ত্রপাতি ইত্যাদি উল্লেখ করা হয়েছে। Digital Organogram এর প্রাথমিক মেয়াদ ০৫(পাঁচ) বছর। তবে প্রয়োজনে তা ১০ (দশ) বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। এই দুটি অংশ মিলে সর্বসম্মতিক্রমে একটি নতুন জোন সৃষ্টি করা যেতে পারে যা বাংলাদেশের সর্ববৃহৎ জোন ও বিশেষায়িত জোন হিসেবে গঠিত হবে। এই জোনের কর কমিশনার একই সাথে গৃহীত Project এর Project Director (PD)/CEO হিসেবে কাজ করবেন এবং মাঠ সংগঠনের জন্য একজন Deputy Project Director (DPD) ও Digital Part এর জন্য একজন Deputy Project Director কাজ করবেন। এইক্ষেত্রে Funding GOB এবং World Bank/IMF এর মাধ্যমে সংগৃহীত হতে পারে। কর কমিশনারের পদটি (PD) Grade—II পদে প্রস্তাবিত করা হলো যার ফলে তিনি সরকারের অন্যান্য/অপরাপর প্রতিষ্ঠানের সহিত সমতা বিধান ও যোগাযোগ স্থাপনে সহজতর হয়।

আগামী ০৫(পাঁচ) বছরের রাজস্ব টার্গেট (অংক সমূহ কোটি টাকায়) এবং নতুন করদাতা সৃষ্টির টার্গেট (লক্ষে) নিম্নরূপ হতে পারে)

রাজস্ব টার্গেট (কোটি টাকায়)
করদাতার সংখ্যা টার্গেট (লক্ষে)
1st Year
2nd Year
3rd Year
4th Year
5th Year
Total

80000700006000050000400003000020000100000
Target
Asseessee
2020-2021
2021-2022
2022-2023
2023-2024
2024-2025

কেন্দ্রীয় কর জরীপ অঞ্চল

রাজস্ব ভবন, ১১ তলা (লিফট-১০), প্লট-এফ ১/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭।
০২-২২২২১৭৬৬৮
comtaxcsz@yahoo.com
2024©Central Taxes Survey Zone