মাননীয় চেয়ারম্যান এনবিআর
আবু হেনা মোঃ রহমাতুল মুুুুুনিম

বার্তা
জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের কর প্রশাসনের শীর্ষ সংস্থা। কর-রাজস্ব সংগ্রহে মূল্য সংযোজন কর ও প্রত্যক্ষ করের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি রাজস্বে এনবিআর এর করের অবদান ব্যাপক হলেও এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে প্রকাশনা তুলনামূলকভাবে কম। ফলে করদাতাগণ দ্রুত ও সঠিক তথ্য প্রাপ্তি হতে বঞ্চিত হন। সে কারণে আধুনিকায়ন কার্যক্রেমের অংশ হিসেবে একটি তথ্যবহুল ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এ পোর্টাল হতে করদাতাগন মূসক, শুল্ক ও আয়কর সংক্রান্ত বিষয়ে সর্বশেষ তথ্য জানতে পারবেন। তা ছাড়া আইন, বিধিমালা, নতুন-পুরাতন সকল প্রজ্ঞাপন, আদেশ ইত্যাদির সর্বশেষ অবস্থাও জানতে পারবেন। আমার বিশ্বাস, এর দ্বারা সম্মানিত করদাতাগণ এবং সংশ্লিষ্ট সেবা প্রত্যাশী সকলেই উপকৃত হবেন।

কেন্দ্রীয় কর জরীপ অঞ্চল
রাজস্ব ভবন, ১১ তলা (লিফট-১০), প্লট-এফ ১/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭।
০২-২২২২১৭৬৬৮
comtaxcsz@yahoo.com
2023©Central Taxes Survey Zone