সিদ্ধান্তসমূহ

কেন্দ্রীয় কর জরীপ অঞ্চলকে কার্যকরীকরণ সংক্রান্ত কমিটির রিপোর্ট ও প্রস্তাবনা।

যে উদ্দেশ্যে ১৯৯২ সনে কেন্দ্রীয কর জরীপ অঞ্চল গঠন করা হয় সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, কেন্দ্রীয় কর জরীপ অঞ্চল এখন থেকে তার সমস্ত জনবল নিয়ে বহিরাঙ্গন ও অভ্যন্তরীণ জরীপ কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজনে জরীপ কার্যক্রমকে বেগমান করার জন্য প্রয়োজনীয় জনবল ও বিশেষত: কর পরিদর্শক কেন্দ্রীয় কর জরীপ অঞ্চলে নিয়োজিত করতে হবে। নতুন প্রস্তাবিত কর অঞ্চল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্যান্য কর অঞ্চলও জরীপ অঞ্চলের মত জরীপ কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রাপ্য জরীপ তথ্যের মাধ্যমে নতুন করদাতা সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় কর জরীপ অঞ্চলকে আশু টিআইএন বরাদ্দকরণের যাবতীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। নব সৃষ্ট করদাতাদের আয়কর নথির কর নির্ধারণ কার্যক্রম ০৩ (তিন) বছর পরিচালনা করার পর উক্ত নথিসমূহ সংশ্লিষ্ট টেরিটোরিয়াল জোনে বদলী করতে হবে। দীর্ঘ সময় ব্যাপি এই কর অঞ্চলে উৎসে করের দুটি খাত রয়েছে অথার্ৎ জমি হস্তান্তর/সম্পত্তির লিজ প্রদান (ধারা 53H/53HH) এবং মোটরগাড়ী মালিকানাজনিত অনুমিত আয়ের উপর অগ্রীম কর/ বাস,ট্রাক,মিনিবাস,পোস্টার ইত্যাদির অনুমিত আয়কর (ধারা—৬৮ই/SRO No—160) সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছে। (ক) যেহেতু ইজঞঅযানবাহনের রেজিষ্টেশন ও রিনিউয়ালের সময় অনুমিত আয়কর সংগ্রহের বিষয়টি কেন্দ্রীয় কর জরীপ অঞ্চল সংগ্রহ ও মনিটর করে, সুতরাং “পাবলিক ট্রান্সপোর্ট” সংশ্লিষ্ট নথিসমূহের কর মামলা সমূহের কর নির্ধারণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্থাৎ এতদসংক্রান্ত অধিক্ষেত্র এই কর অঞ্চলকে প্রদান করা যেতে পারে। (খ) অভ্যন্তরীণ নৌযান, কার্গো, কোস্টার বা ড্যামবার্জ এর অনুমিত আয়কর (SRO NO—224/2012 এবং SRO No—162/2014) অনুযায়ী উক্ত নৌযান সমূহের রেজিষ্টেশন, রিনিউয়াল ও সার্ভে সার্টিফিকেট প্রদানের সময়ে যে অনুমিত আয়কর অন্য কর অঞ্চল কতৃর্ক সংগৃহীত হয় তার অধিক্ষেত্র কেন্দ্রীয় কর জরীপ অঞ্চলে প্রদান করা যেতে পারে। তাছাড়া এই Project এর সম্ভাব্য Value ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকা হতে পারে। প্রয়োজনে এই Project এর চউ হিসেবে কর কমিশনার কে নিয়োগ দেয়া যেতে পারে। Project Implementation এর স্বার্থে ও Project Evaluation এবং মনিটরিং এর কাজ যথাযথ প্রক্রিয়ায় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ICT Adviser অথার্ৎ a 2 i এর প্রধান নির্বাহীকে এই Project এর উপদেষ্টা হওয়ার বিনীত আমন্ত্রন জানানো যেতে পারে।

কেন্দ্রীয় কর জরীপ অঞ্চল

রাজস্ব ভবন, ১১ তলা (লিফট-১০), প্লট-এফ ১/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭।
০২-২২২২১৭৬৬৮
comtaxcsz@yahoo.com
2024©Central Taxes Survey Zone